শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারালো দুর্বার রাজশাহী

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্স এবারো পারলো না। দুর্বার রাজশাহীর কাছে সহজেই হারলো। পদ্মাপাড়ের দলটি নিজেদের সবশেষ ম্যাচে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বাজে হারের তিক্ত স্বাদ পেয়েছিলো। এরপর বকেয়া পারিশ্রমিকের দাবিতে অনুশীলন বন্ধ রেখেছিলেন ক্রিকেটাররা। পারিশ্রমিকের নিশ্চয়তা পাওয়ার পর মাঠে ফিরে  প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে রাজশাহী। তারা সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে। 

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। জবাবে প্রতিপক্ষ পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। ১৫ বল আগেই তারা গুটিয়ে যায় ১১৯ রানে।

দুর্দান্ত ঢাকার বিপক্ষে গত রোববার রাজশাহী হেরেছিল ১৪৯ রানে, যা বিপিএলের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় হার। এরপর বকেয়া পারিশ্রমিকের দাবিতে বুধবার নিজেদের নির্ধারিত অনুশীলন বর্জন করেছিল দলের খেলোয়াড়রা। মালিকপক্ষের আশ্বাসে পরদিন আবার অনুশীলনে ফেরে তারা। এবার ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সে ৭ ম্যাচে নিজেদের তৃতীয় জয় তুলে নিল বিজয়-তাসকিনরা।

এদিন ব্যাট হাতে রানের দেখা পেয়েছে রাজশাহীর সবাই। প্রত্যেক ব্যাটারের ছোট ছোট ইনিংসের মাঝে অধিনায়ক বিজয়ের ২২ বলে ৩২ এবং রায়ান বার্লের ২৭ বলে ৪১ রানের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় দলটি।

রান তাড়ায় ম্যাচসেরা সানজামুল ইসলামের ঘূর্ণিতে ১৩ রানের ভেতর দুই ওপেনারকে হারায় সিলেট। তবে তৃতীয় উইকেটে জাকির হাসান ও জর্জ মানসির (২০) ৫৯ রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। কিন্তু ২৮ বলে ৩৯ রান করা জাকির ফেরার পর এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং অর্ডার।

তাসকিন আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরীদের পেস তোপের মাঝে জাকের আলীর ৩১ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। সানজামুলের শিকার ৩ উইকেট। তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব আলম নিয়েছেন ২টি করে উইকেট। এই জয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে রাজশাহী। ৭ ম্যাচে ২ জয়ে তালিকার ছয় নম্বরে আছে সিলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়