শিরোনাম
◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত, এটি যেভাবে কাজ করে ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান ◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিয়ালোর হ্যাটট্রিকে সাউদাম্পটনকে সহজে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড সহজ ম্যাচ জিতলেও শুরুটা তাদের সহজ ছিলো না। সাউদাম্পটনের বিপক্ষে তারা প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে। এরপর আর ম্যানইউকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্ষুড়ধার আক্রমণ শানিয়ে তারা প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখে। এ অবস্থায় আমাদ দিয়ালোর ১২ মিনিটের হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দেয়। 

ওল্ড ট্রাফোর্ডে ছন্নছাড়া প্রথমার্ধে শুরুটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪৩ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে ৮১ মিনিট পর্যন্ত হারের শঙ্কায় ছিল ম্যানইউ। তবে আমাদ দিয়োলোর একক নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় আমোরিমের দল। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৯০ মিনিটে লিড এনে দেন কোত দি ভোয়ার এই স্ট্রাইকার। আর ইনজুরি টাইমে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন দিয়ালো।

ব্যর্থতায় ভরা মৌসুমে এবারের লিগে সপ্তম জয়ের দেখা পেল ম্যানইউ। ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে উঠে এসেছে রেড ডেভিলসরা। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। দুইয়ে আর্সেনাল এবং তিনে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়