শিরোনাম
◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত, এটি যেভাবে কাজ করে ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান ◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ৩ ক্লাব নেইমারকে পেতে দৌঁড়ঝাপ

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে দেয়ার পর অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ হচ্ছে, বেশিরভাগই মেজর লিগ সকারের (এমএলএস) দল। তবে ইন্টার মায়ামি ইতোমধ্যেই নেইমারকে দলে নেয়ার ইচ্ছা ত্যাগ করেছে। মায়ামির নতুন আর্জেন্টাইন কোচ জাভিয়ের মাসচেরানো সাফ জানিয়েছেন, এই মুহূর্তে নেইমারকে দলে ভেড়ানো তাদের জন্য অসম্ভব। ফলে বার্সেলোনার মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীকে মায়ামিতে ফের একত্রে দেখার স্বপ্ন আপাতত ভেস্তে গেছে। চ্যানেল২৪

মায়ামি সরে দাঁড়ানোয় এমএলএস-এর অন্যান্য ক্লাবগুলো নেইমারকে পেতে আগ্রহ দেখাচ্ছে। এর মধ্যে শিকাগো ফায়ার এফসি অন্যতম। ক্লাবটি নতুন মৌসুমের আগে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের সাবেক কোচ গ্রেগ বারহল্টারের নেতৃত্বে দলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে। তারকা ফুটবলার হিসেবে নেইমারকে তাই দলে নেয়ার চেষ্টা করছে তারা। গোলডটকম

বাকি দুটি ক্লাবের নাম প্রকাশ্যে আসেনি। তবে গোপনে তারা নেইমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০২৩ সালে নেইমার ৯৭.৬ মিলিয়ন ডলারে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) ছেড়ে যোগ দেন আল হিলালে। কিন্তু সৌদি আরবে তার ফুটবল ক্যারিয়ার সুখকর ছিল না। একের পর এক ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটিয়েছেন। আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন এবং একটি মাত্র গোল করেন এএফসি চ্যাম্পিয়নস লিগে।

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও নেইমার এখনও বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট। বিশেষত আমেরিকায় তার বড় ভক্তসংখ্যা রয়েছে। এই কারণেই এমএলএস ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহী।

নেইমার তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন ২০০৯ সালে ব্রাজিলের সাও পাওলোর হয়ে। সেখানে কোপা লিবার্তাদোরেস জিতে ২০১১ সালে যোগ দেন বার্সেলোনায়। মেসি ও সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ বহু শিরোপা জিতেছেন। ২০১৭ সালে তিনি পিএসজিতে যোগ দেন এবং ফ্রেঞ্চ লিগে একাধিক শিরোপা অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে ব্রাজিলের হয়ে নেইমার ১২৮ ম্যাচ খেলে রেকর্ড ৭৯টি গোল করেছেন। ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। নতুন গন্তব্যে নেইমারের ক্যারিয়ার কোন পথে এগোয়, তা দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়