শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক্যাপিটালস দাঁড়াতেই পারলো না, তামিমের ফিফটিতে সহজ জয় বরিশালের

নিজস্ব প্রতিবেদক : সিলেট স্টেডিয়াম কাপানো ঢাকা ক্যাপিটালস বিপিএলের রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছিলো। অভিনেতা শাকিব খানের সেই ঢাকাকে চেনা গেলো না ফরচুন বরিশালের বিরুদ্ধে। এই ম্যাচে আবারও নিজেদের পুরোনো রূপেই ফিরে গেল ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে তাদেরকে ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

চট্টগ্রাম পর্বে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তানজিত হাসান তামিমের ৬২ রানের ইনিংসের পর ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তামিম ইকবালের ফিফটিতে ২৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ড জুটি গড়া লিটন দাস ও তানজিদের উদ্বোধনী জুটি এ দিন শেষ হয় ৩১ রানে। সেই ম্যাচে ১২৫ রানে অপরাজিত থাকা লিটন এদিন সাজঘরে ফেরেন ১৭ বলে ১৩ রান করে। উদ্বোধনী জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে ঢাকা। ১০ রানের বেশি করতে পারেননি সাব্বির রহমান।

তবে একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়াতে থাকেন তানজিদ। আগের ম্যাচের শতক হাঁকানো ফর্ম ধরে রেখে তুলে ৩৯ বলে তুলে নেন ফিফটি। এবারের আসরে বাঁহাতি এই ওপেনারের এটি তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। শেষ পর্যন্ত তার ৪৪ বলের ইনিংসটি থামে ৪ ছক্কা ও ২ চারে। তিনি সাজঘরে ফেরার খানিক বাদে ৩ বল আগে অলআউট হয় ঢাকা। তানভীর ইসলামের শিকার ৩ উইকেট।

রান তাড়ায় শুরুতেই নাজমুল হোসেন শান্তর (২) উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে ডাভিড মালানের সঙ্গে তামিমের ১১৭ রানের জুটিতে জয় পেতে কোনো অসুবিধা হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে তামিম ফেরেন ৬১ রান করে। ৪৮ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। এরপর এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মালান ৪৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বরিশাল। ৮ ম্যাচের ৭টিতে হারা ঢাকার অবস্থান তালিকার তলানীতে। ৭ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রংপুর রাইডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়