শিরোনাম
◈ শেয়ারবাজারে দরপতন, ৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সূচক ◈ জাপানের কাছে আরও সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ নভোএয়ার ফের চালু হচ্ছে বুধবার ◈ বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে ৩৩০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক ◈ পা‌কিস্তান সুপার লি‌গে খেলার জন্য বি‌সি‌বি থে‌কে এনওসি পেয়েছেন সাকিব ◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলার দানি রদ্রিগেজের স্ত্রী সৌদি আরবে উত্ত্যক্তের শিকার

স্পোর্টস ডেস্ক : মায়োর্কা ফুটবল দল স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে  সৌদি আরবে গিয়েছিলো। ম্যাচ শেষে দলটির দুই ফুটবলারের পরিবারের সদস্যরা স্থানীয় সমর্থকদের দ্বারা উত্ত্যক্তের শিকার হয়েছেন।

মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজ পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম পালাভরা এসপোর্টস আইবি৩-কে জানিয়েছেন, তার ও গোলকিপার ডমিনিক গ্রেইফের স্ত্রীকে স্থানীয় সমর্থকদের একটি দল উত্ত্যক্ত করেছে।  

দানি রদ্রিগেজ বলেন, (স্টেডিয়াম থেকে) বের হওয়া বেশ কঠিন ছিল। আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে বের হচ্ছিলাম এবং সেখানে কোনো নিরাপত্তা ছিল না। সত্যি বলতে, সেখানকার কয়েকজন পুরুষ সমর্থক আমাদের একদম কাছে এসে ছবি তুলতে শুরু করে এবং তারা হয়রানিও করছিল।  

তিনি আরও বলেন, একই ঘটনার শিকার হয়েছে গ্রেইফের স্ত্রী নাতালিও। আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। আমরা খুব অস্বস্তি বোধ করছিলাম। আমাদের কোনো সুরক্ষা ছিল না। গ্রেইফের স্ত্রী নাতালিও পরে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে বলেন, 'স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় পুরুষরা আমাদের মুখে ফোন ঠেকিয়ে ভিডিও করছিল এবং ধাক্কা দিচ্ছিল। 

মার্কা ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত কয়েকজন পুরুষ সমর্থক মোবাইল ফোন দিয়ে ভিডিও করার পাশাপাশি হাসতে হাসতে তাদের উত্ত্যক্ত করছে। বিষয়টি নিয়ে মায়োর্কার ক্লাব কর্মকর্তারা এসপোর্তস আইবি৩ টিভিকে বলেছেন, স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় প্রায় ২৫০ মানুষ হয়রানির শিকার হয়েছেন। নারীদের অযাচিতভাবে স্পর্শ করা হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।  ঘটনাটি জানার পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের নিরাপত্তারক্ষীরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়