শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালে যারা ছিলেন টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটার 

স্পোর্টস ডেস্ক : দলগত পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সেও টেস্ট ক্রিকেটের জন্য ২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে। ব্যাট হাতে রান উৎসবে মেতেছিলেন জো রুট-যশস্বী জয়সোয়ালরা। সব মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের দারুণ এক বছর দেখেছে ক্রিকেট বিশ্ব।

গত বছর টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক বর্ষপঞ্জিতে দ্বিতীয়বারের মতো পনেরশ রান করার মাইলফলক স্পর্শ করেন রুট। ইংল্যান্ডের এই তারকা ব্যাটার বছর শেষ করেন ১ হাজার ৫৫৬ রান নিয়ে। ১৭ ম্যাচের ৩১ ইনিংসে এই রান করতে ছয়টি সেঞ্চুরির সঙ্গে পাঁচটি ফিফটি হাঁকান তিনি। এর আগে ২০২১ সালে ১৫ টেস্টে ১ হাজার ৭০৮ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। 

শুধু তাই নয়, ইংল্যান্ডের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিকানা নিজের করে নেন রুট। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের সেঞ্চুরির সংখ্যা এখন ৩৬টি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বছরেই ভারতের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন জয়সোয়াল। বছর শেষ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। ১৫ ম্যাচে ২৯ ইনিংসে বাঁহাতি এই ওপেনারের রান ১ হাজার ৪৭৮। নয়টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরি, যার মধ্যে দুটিকেই রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।

১ হাজার ১৪৯ রান নিয়ে এই তালিকার তিনে আছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। পরের অবস্থানে আছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রæক। ১২ টেস্টের ২০ ইনিংসে ডানহাতি এই ব্যাটার রান করেছেন ১ হাজার ১০০। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ২০২৪ সালের একমাত্র ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকান তিনি। বছরে হাঁকানো চার সেঞ্চুরির তিনটিই এসে দেশের বাইরে। নিউ জিল্যান্ডের মাটিতে টানা দুই ম্যাচে তার সেঞ্চুরিতে ২০০৮ সালের পর দেশটিতে টেস্ট সিরিজ জয় করে ইংল্যান্ড।

ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়ে আলোচনায় আসেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটার বছর শেষ করেছেন পঞ্চম সর্বোচ্চ ১ হাজার ৪৯ রান নয়ে। কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানের সমান ১৩ টেস্টে পূর্ণ করেন ১ হাজার রানের মাইলফলক, যা সাদা পোশাকের ক্রিকেটে তৃতীয় দ্রæততম। শুধু তাই নয়, গত বছর খেলা নিজের ৯ টেস্টের প্রথম ৭টিতে সেঞ্চুরি অথবা ফিফটি হাঁকিয়েছেন তিনি।

২০২৪ সালে কমপক্ষে ৫০০ রান করেছে এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় কামিন্দুর। ৯ ম্যাচে ১৬ ইনিংসে তার গড় ৭৪ দশমিক ৯৪। এ সময় ৫ সেঞ্চুরির সঙ্গে ৩টি ফিফটি হাঁকান তিনি।
অন্যদিকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি রান করেন মেহেদী হাসান মিরাজ। ১০ টেস্টে ১৮ ইনিংসে ডানহাতি এই ব্যাটারের সংগ্রহ ৬১৪ রান। ফিফটি হাঁকিয়েছেন চারটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়