শিরোনাম
◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ◈ ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ দর্শনা সীমান্তে দিয়ে ২২ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ ◈ এনজিও’র ঋণের চাপে কুমিল্লায়  মা-মেয়ের আত্মহত্যা ◈ গ্যাস্ট্রিক, ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকসহ ৩৩ ওষুধের দাম কমলো ◈ পীরগঞ্জ সীমান্তে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্বে বাকি ৬ ম্যাচেই জিততে হবে

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের জাতীয় ফুটবল দল কাতার বিশ্বকাপের পর থেকে বেশ কঠিন সময় পার করছে। ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে সংগ্রাম করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি পাঁচ নম্বরে অবস্থান করছে। আসন্ন বছর ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে প্রতিটি দেশ। ব্রাজিল এই পর্যন্ত ৫টি জয়, ৪টি হার এবং ৩টি ড্র নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপ খেলবে। তাই এখনও সুযোগ থাকলেও, একটু ভুলের জায়গা হবে না ব্রাজিলের জন্য।

বর্তমান অবস্থান ধরে রাখতে এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। কলম্বিয়া, আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে ও বলিভিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো দলটির ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে। প্রস্তুতি ম্যাচগুলোতেও নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে সেলেসাওরা।

ব্রাজিলের ফুটবল ইতিহাস সমৃদ্ধ হলেও, বর্তমান পরিস্থিতি তাদের জন্য চ্যালেঞ্জিং। তাই ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে হবে। ব্রাজিল সমর্থকরা আশা করছে, দলটি তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করে ২০২৬ সালের বিশ্বকাপে আবারও দুর্দান্ত কিছু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়