শিরোনাম
◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ 

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এবার জয়ের আনন্দে মেতে উঠেছে। অনেক কষ্টে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের নায়ক ছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ, যিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য দেখায়। বল দখলে ৬৯ শতাংশ সময় ধরে রেখে, রুবেন আমোরিমের শিষ্যরা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে ইউনাইটেড নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে পলজেন মাত্র ২টি শট রাখতে পারে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক আন্দ্রে ওনানার বড়সড় ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫১তম মিনিটে ওনানার ছোট পাস দখল করেন পলজেনের পাভেল সালক, যিনি মাতেজ ভিয়াদরাকে পাস দেন। চেক ফরোয়ার্ডের নির্ভুল ফিনিশে এগিয়ে যায় পলজেন।

৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন রাসমুস হইলুন্দ। মাঠে নামার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতাসূচক গোলটি করেন এই ড্যানিশ তারকা। ডান প্রান্ত ধরে আমাদ দিয়ালো শট নেন, যা পলজেন গোলরক্ষক ঠেকালেও পরিষ্কার করতে ব্যর্থ হন। বল পেয়ে যান হইলুন্দ, যিনি সহজেই জালে জড়ান।

৮৮তম মিনিটে আসে ম্যাচের জয়সূচক গোল। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত নিচু ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে যান হইলুন্দ। সেখান থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ে ইউনাইটেড ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়