শিরোনাম
◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটির শিরোপা জয় নিয়ে এখন আর ভাবছেন না গার্র্দিওলা

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক সময়ে দলের এমন হতশ্রী পারফরম্যান্সে টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের চিন্তা করাটা এখন তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। শনিবার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে সিটি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফেলে তারা।

গত বুধবার নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে টানা চার ম্যাচ পরাজয়ের পর লিগে জয়ের দেখা পেয়েছিল গার্দিওলার দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের চেয়ে চোটে পড়া ফুটবলারদের ফেরার দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়ে গার্দিওলা বলেন, আমরা একটি পয়েন্ট পেয়েছি। আমরা অবিশ্বাস্য লড়াই করেছি এবং দুইবার পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছি। এটি এমন একটি মৌসুম যেখানে আমাদের ভুগতে হচ্ছে।

শেষ মাসগুলোতে কী ঘটে, তা আমরা দেখব। চারটি ম্যাচ হেরে এবং ড্র করার পর আমরা শিরোপার কথা ভাবতে পারি না। আমরা খেলোয়াড়দের পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছি। শেষ মাসে কী হয়, দেখা যাক।

সিটির হয়ে গোল দুটি করেন রিকো লুইস ও আর্লিং হলান্দ। চোট ও অসুস্থতার কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালেও দলের প্রতিরোধী মনোভাব নিয়ে গর্বিত সিটি কোচ। 

আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে রয়েছে। যারা খেলছে, তাদের শরীরিক সক্ষমতা ভালো। আমরা সবকিছু করেছি ম্যাচ জেতার জন্য, এবং আমি খেলোয়াড়দের নিয়ে ভীষণ সন্তুষ্ট ও গর্বিত।

এই ড্রয়ে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল গত চার মৌসুমের চ্যাম্পিয়নরা। ১৫ ম্যাচে ৮ জয়, ৪ হার ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে সিটি। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়