শিরোনাম
◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার দিয়ে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। সেন্ট কিটসে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

তবে রোববার (৮ ডিসেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল মিরাজ-রিয়াদরা। এরপর বলহাতে নাহিদ-তানজিমরা দারুণ শুরু করলেও শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

 ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। দলীয় সর্বোচ্চ ১১৩ রান করে দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।
 
 টাইগারদের পক্ষে ১ টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, মেহেদী হাজার মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।
 
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছিল লাল সবুজরা। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
 
জিততে হলে সেন্ট কিটসের এই মাঠে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেটিই করে দেখিয়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়