শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার দিয়ে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে ক্যারিবীয়রা। সেন্ট কিটসে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

তবে রোববার (৮ ডিসেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল মিরাজ-রিয়াদরা। এরপর বলহাতে নাহিদ-তানজিমরা দারুণ শুরু করলেও শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ।

 ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। দলীয় সর্বোচ্চ ১১৩ রান করে দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।
 
 টাইগারদের পক্ষে ১ টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, মেহেদী হাজার মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।
 
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছিল লাল সবুজরা। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
 
জিততে হলে সেন্ট কিটসের এই মাঠে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। সেটিই করে দেখিয়েছে ক্যারিবীয়রা। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ ২৬৬ রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই ছিল সেন্ট কিটসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়