শিরোনাম
◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: যারা টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ছিলো , সেই রংপুর রাইডার্স যে গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলবে, সেটা হয়তো অনেকেই কল্পনা করেনি। খারাপের পর দুই ম্যাচ জিতে ঠিকই ফাইনালের স্বপ্ন পূরণ করলো নুরুল হাসান সোহানের দল। অঘোষিত সেমিফাইনালে লাহোর কালান্দার্সকে হারিয়ে ডিএসএলের ফাইনালের এখন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

গ্লোবাল সুপার লিগের ম্যাচে পাকিস্তানের লাহোর কালান্দার্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে  (ডিএলএস নিয়ম) হারায় সোহানের দল। - ডেইলি ক্রিকেট

যেখানে বল হাতে দুর্দান্ত করেছেন শেখ মেহেদী হাসান।  ৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মেহেদীর করা প্রথম ওভারেই হারিয়েছে ৩ উইকেট। তারপরে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি লাহোর। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেও একই ধারা অব্যহত রেখেছিলেন মেহেদী। সেই ওভারেও কিপটে বোলিংয়ে তুলে নিয়েছেন একটি উইকেট। মেহেদী নির্ধারিত ২ ওভারে শেষে ১১ রান খরচের নিজের ঝুলিয়ে নিয়েছেন তিন উইকেট। 

যার ফলে পিএসএলের দলটি থামে ৭ উইকেটে ৮৭ রানে। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা থামার আগে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলে রংপুর। বৃষ্টিতে বেশি সময় ব্যয় হওয়ায় আর ব্যাটিংয়ে নামতে পারেনি রাইডার্সরা। আর তাতেই ডিএলএস নিয়মে লোহরের লক্ষ্য হয়ে দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানের। বৃষ্টি যেন লোহরের গলার কাটা হয়ে গিয়েছিলো তা একটু পরেই প্রমাণ মিলে। ২৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি। উল্লেখ্য, শনিবার (৭ ডিসেম্বর) ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়