শিরোনাম
◈ আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে? ◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ পদত্যাগ করবেন ওয়ারেন বাফেট ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানসিটির জয়, নিউক্যাসলে হোঁচট লিভারপুলের, হেরে গেলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: এবার আর পেরে উঠলো না লিভারপুল। জয়ের জন্য যার পরনাই লড়েছে তারা, কিন্তু নিউক্যাসলের রক্ষণবুহ্য ভাঙতে পারেনি। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে ৩-৩ গোলে ড্র মেনে নিতে হলো। তবে বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। নটিংহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ৭ ম্যাচ পর জয়ের দেখা পেলো সিটি। আর সাউদাম্পটনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। তবে লা লিগায় বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

ইংলিশ লিগে রাতে মাঠে নেমেছিল সব জায়ান্টরা। তবে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয়েছে লিভারপুল-নিউক্যাসল ম্যাচে। ৩৫ মিনিটে ইসাকের দারুন গোলে প্রথম লিগ নেয় নিউক্যাসল। ৫০ মিনিটে দৃষ্টিনন্দন গোলে লিভারপুলকে সমতায় ফেরান জোন্স। ৬১ মিনিটে গর্ডন আবারো এগিয়ে দেয় ক্যাগপাইদের। তবে ৬৮ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে প্রথমবার লিড এনে দেন মোহাম্মদ সালাহ। তবে নাটকিয়তা তখনও বাকি। ৯০ মিনিটে সুইজ ডিফেন্ডার ফাবিয়ান সারের গোলে ড্র আদায় করে নেয় নিউক্যাসল।

বিগ ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও, গোল মিসের মহড়া দেয় গানার ফুটবলাররা। লিড আসে ৫৪ মিনিটে। রাইসের নেয়া কর্নার কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন ডিফেন্ডার টিম্বার। পুরো ম্যাচে ১৩টা কর্নার আদায় করে নেয় আর্তেতার দল। যার একটি থেকে ৭৩ মিনিটে আরেক ডিফেন্ডার উইলিয়াম সালাইবা নিশ্চিত করেন আর্সেনালের ২-০ গোলে জয়।

৭ ম্যাচ থেকে জয়হীন সিটি নটিংহ্যামের বিপক্ষে দিয়েছে সেরা ছন্দে ফেরার ইঙ্গিত। জেরেমি ডোকুর প্রত্যাবর্তনের ম্যাচে ছিলেন স্টার পারফর্মার। ম্যাচের ৮ মিনিটে বার্নাডো সিরভা প্রথম লিড এনে দেয় সিটিকে। ৩১ মিনিটে ডোকুর দারুন অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন ডি ব্রুইনা। আর ৫৭ মিনিটে ডোকু নিজেই গোল করে নিশ্চিত করেন সিটির ৩-০ এর বড় জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়