শিরোনাম
◈ জেলবন্দী ইমরান খান‌কে নি‌র্দোশ দা‌বি ক‌রে ট্রাম্পের কাছে মু‌ক্তির আ‌বেদন দুই পুত্রের  ◈ এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা! ◈ জাতীয় দ‌লে যোগ দি‌তে ভুটান থেকে ঢাকায় ‌ফি‌রে‌ছে পাঁচ নারী ফুটবলার ◈ সালাহ এবার ব্যালন ডি’অর জ‌য়ের ব্যাপা‌রে আত্ম‌বিশ্বাসী ◈ ম্যানচেস্টার সি‌টি‌কে কাঁ‌দি‌য়ে  ১২০ বছরে প্রথম শি‌রোপা জিত‌লো ক্রিস্টাল প্যালেস ◈ ছাত্র আন্দোলনের নেত্রী লিজার অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল, যা বলছেন তিনি ◈ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ! ◈ ‘অপারেশন সিন্দুর’ ভারতের আধিপত্যকে ক্ষুণ্ন করেছে ◈ আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী: ডোনাল্ড ট্রাম্প ◈ সন্তান লাভের আশায় প্রতারককে দিলেন ২৫ ভরি স্বর্ণ! (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে, কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারালো

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট চলছে পেরুর লিমাতে। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। 

লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৭-১ গোলের ম্যাচ হয়েছে দুইটি। যেখানে গ্রুপ এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে হারায় বলিভিয়াকে। 

টুর্নামেন্টে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে গ্রুপ এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়। এই ম্যাচে আর্জেন্টিনা ফুটসাল দল ইকুয়েডরকে হারায় ৭-১ গোলে।

আলবিসেলেস্তেদের হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। ইকুয়েডরের একমাত্র গোলটি আসে জাভিয়ের চিকুইতোর পা থেকে। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনা চার ম্যাচের দুইটিতে জয় ও দুইটিতে ড্র করে। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তথ্যসূত্র, চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়