শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের নাম নেই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে আইসিসির র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকেই ছিলোন। একটা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে সা¤প্রতিক সময়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় নেই সাকিবের নাম। যার কারণে সমর্থকদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব। টেস্টের বিষয়ে এখনো আসেনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের সাবেক এ অধিনায়কের খেলে যাওয়ার কথা। তারপরও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় সাকিবের নাম না দেখতে পেরে অবাক হয়েছেন অনেকেই। -ডেইলি ক্রিকেট

অবশ্য আইসিসি সাকিবের নামটা র‌্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাইই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচটি ছিল সাকিবের শেষ ম্যাচ। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। এরপর বিশ্বকাপে আরও একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে ইনজুরির কারণে সাকিব ছিলেন মাঠের বাইরে।

বিশ্বকাপ শেষে ঘরের শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। তবে এই তিন সিরিজের একটিতেও ছিলেন না সাকিব। তবে উদ্বেগের কিছু নেই, একটি ম্যাচ খেললেই আবারও র‌্যাঙ্কিংয়ে ঢুকে যাবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব। এরপর ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন টাইগার এ অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়