শিরোনাম
◈ ‘ব্রিকস মুদ্রা’ নিয়ে ট্রাম্পের হুমকি, যা বলল ভারত  ◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ গৌতম গম্ভীর অভদ্র, জ্ঞানের অভাব: সঞ্জয় মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফর নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সংবাদ সম্মেলন। কোচ গৌতম গম্ভীর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন কড়া ভাষায়। শব্দ চয়নেও ছিলো তুচ্ছ তাচ্ছিল্যের সুর। আর এমন ঘটনার পর তার উপর বেশ চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

নিজের টুইটার পোস্টে গম্ভীরকে অভদ্র বলতেও আটকায়নি মাঞ্জরেকারের। সংবাদ সম্মেলন সামলানোর ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক অজিত আগারকারের প্রশংসা করলেন এই ধারাভাষ্যকার। - ডেইলি ক্রিকেট
সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, মাত্রই গম্ভীরের সংবাদ সম্মেলন দেখলাম। বিসিসিআইয়ের জন্য সবচেয়ে ভালো হয় যদি তারা তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধু পর্দার পেছনে কাজ করতে দেয়। তার আচার-আচরণ যেমন ভালো নয়, তেমনি কখন কী শব্দ ব্যবহার করতে হবে সেই জ্ঞানেরও অভাব আছে। আমি মনে করি, রোহিত ও আগারকার ওর চেয়ে অনেক ভালোভাবে সংবাদমাধ্যম সামলায়।

সম্প্রতি ঘরের মাঠে ৩ ম্যাচ টেস্ট সিরিজে নিউজিল্যান্দ্র বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। এ নিয়ে চার দিকে চলছে সমালোচনা।  কোচ গৌতম গম্ভীরও এ থেকে রেহাই পাননি।

সংবাদ সম্মেলনে নিজেদের দায় অবশ্য অস্বীকার করেননি গম্ভীর, 'আমি এখানে বসে নিজেদের পিঠ বাঁচানো কথাবার্তা বলব না। আমি মনে করি, আমরা তিন বিভাগেই ওদের কাছে পাত্তা পাইনি। ওরা আমাদের চেয়ে যে বেশি পেশাদার ছিল, সেটি মানতেই হবে। আমাদের নিয়ে সমালোচনা হচ্ছে, আমরা তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব।

নিজের কাজ নিয়ে খুব একটা চাপ নেন না উল্লেখ করে গম্ভীর যোগ করেন, 'সামাজিক যোগাযোগমাধ্যম আমার জীবনে কিংবা যে কারও জীবনে কী প্রভাব রাখতে পারে? যখন এই দায়িত্ব নিয়েছি তখন জানতাম এটা যেমন কঠিন, তেমনি সম্মানজনকও হবে। আমি কোনো চাপটাপ টের পাই না। কারণ, আমি আমার কাজ নিয়ে সৎ আছি।
এদিকে গম্ভীর আরও খানিকটা সমালোচিত হয়েছেন রিকি পন্টিংকে খোঁচা দিয়ে। ভারতের ব্যাটারদের পড়তি ফর্ম নিয়ে কথা বলেছেন অজি কিংবদন্তী। কিন্তু এতে বিরক্ত ভারত কোচ গৌতম গম্ভীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়