শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত হেরে গেলো, সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: সিরিজে অগ্রগামিতে ধরে রাখতে পারলো না শক্তিশালী ভারত। কম স্কোরের ম্যাচে টানটান উত্তেজনায় ম্যাচটা জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে প্রোটিয়ারা। রোববার (১০ নভেম্বর) পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি তোলে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে অল্প টার্গেটে সহজেই নোঙর করে তারা।

দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। জেরাল্ড কোয়েটজি অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে। প্রোটিয়াদের পক্ষে পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট।
এ জয়ে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল এইডেন মার্করামের দল। আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়