শিরোনাম
◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ ◈ গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব ◈ ভারতের হামলার জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তান সেনাবাহিনী ◈ ভারত-পাকিস্তান যু‌দ্ধের কার‌ণে চলমান আইপিএল বন্ধ হ‌বে না:  বিসিসিআই ◈ ‌ক্রিকেট দ‌লের পা‌কিস্তান সফর নি‌য়ে বিপা‌কে প‌ড়ে‌ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ◈ ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ ডার্বিতে আল নাসর ও আল হিলালের হাইভোল্টেজ ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: আল নাসর ও আল হিলালের কেউই রিয়াদ ডার্বিতে জয় পায়নি। ১-১ গোলে ড্র হয়েছে হাইভোল্টেজ ম্যাচটি। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঘরের মাঠ আল আউয়াল পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই আল নাসরকে লিড এনে দেন অ্যান্ডারসন তালিস্কা। ওতাভিওর দেয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এ ব্রাজিলিয়ান। তবে ম্যাচের ৩৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।  ম্যাচের ৪২তম মিনিটে স্বাগতিকদের লিড দ্বিগুণ করেন তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। - চ্যানেল২৪ 

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল-হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলে ফাঁকায় দাঁড়ানো তালিস্কা বল পান। সেখান থেকে বল জালে জড়ান তিনি। কিন্তু ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।  উল্টো ম্যাচের ৭৭তম মিনিটে আল হিলালকে সমতায় ফেরান মিলিঙ্কোভিচ সাভিচ।আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেয়া ক্রস হেডে জালে পাঠান মিলিঙ্কোভিচ সাভিচ। 

ম্যাচের ৮৫তম মিনিটে আল-নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ। এতে আল হিলাল পেনাল্টির আবেদন জানালেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দ’দলকে। 

ইনজুরি থেকে সেরে উঠলেও রেজিস্ট্রেশন না করায় এ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর থেকেও গোলের দেখা পাননি আল নাসর সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়