শিরোনাম
◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া ◈ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! ◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ লাখ থেকে ১৩ কোটিতে রিঙ্কু! প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’

২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৫৫ লাখ রুপিতে তরুণ রিঙ্কু সিংকে দলে টানে। আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর জন্য সে অর্থ তখন হাতে চাঁদ পাওয়ার সমতুল্য ছিল। বছর সাতেক পর ২০২৫ সালের আইপিএলে সেই রিঙ্কুকে ধরে রাখতে ১৩ কোটি রুপি খরচ করেছে কেকেআর। 

শাহরুখ খানের আইপিএল দলে যখন প্রথম সুযোগ পেয়েছিলেন রিঙ্কু, তখন একেবারেই আনকোরা ব্যাটার ছিলেন তিনি। সেই রিঙ্কু এখন অনেক পরিণত। কেকেআর তো বটেই, তিনি এখন ভারতের জাতীয় দলেরও বড় ভরসার নাম। তাই আইপিএলে তার আকাশচুম্বি দাম মোটেও অবাক করা নয়।

১৩ কোটি রুপিতে তাকে কেকেআর ধরে রেখেছে, এই খবর প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় রিঙ্কু বলেছেন, ‘পিকচার অভি বাকি হ্যায় (সিনেমা এখনো বাকি আছে)’।

সামাজিক মাধ্যমে কেকেআরের হেলমেট এবং জার্সি পরিহিত অবস্থায় ভিডিওতে দেখা দিয়ে রিঙ্কু লিখেছেন, ‘হামারি প্রেম কাহানি তো অভি ব্যস শুরু হুই হ্যায়। পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’।

যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমাদের প্রেম কাহিনি তো সবে শুরু হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে বন্ধুরা’।

প্রসঙ্গত, কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির একটি সংলাপের সঙ্গে মিল রেখে এই লাইন লিখেছেন রিঙ্কু। 

আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা রিঙ্কু এখন পর্যন্ত ৪৬ ম্যাচে করেছেন ৮৯৩ রান। তার ব্যাটিং গড় ৩০.৭৯, স্ট্রাইক রেট ১৪৩.৩৩। কেকেআরে মূলত ফিনিশার হিসেবেই নিজের খেল দেখান এই মারকুটে ব্যাটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়