শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ উইকেটে ৫২ রান, ৫৩তে অলআউট

স্পোর্টস ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি, যে দল ২ উইকেট হারিয়ে রান তুলেছে ৫২, সেই দলটি ১টি রান পেতে বাকি ৮ উইকেট হারিয়েছে। তবে রানটি কিন্তু ব্যাট থেকেও আসেনি। ওয়াইড থেকে যোগ হয়েছে। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে এমনটাই ঘটেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে।

তাসমানিয়ার বিপক্ষে ৫৩ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু ২ উইকেট হারিয়ে ৫২ রান পর্যন্ত করেছিল তারা। এরপরই এক রানের ব্যবধানে সেই নাটকীয় ধস। পার্থের ওয়াকায় সেই রান ৭ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় তাসমানিয়া। যদিও তারা সেই তিন উইকেট হারিয়েছে এক রানের ব্যবধানেই। সেই এক রান এসেছে ওয়াইড থেকে।

পেশাদার ক্রিকেটে এর চেয়ে বাজে ব্যাটিং ধসের ঘটনা খুব কমই আছে। ১৬তম ওভার পর্যন্ত ৮ উইকেট হাতে ছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। কিন্তু এরপর তাদের অলআউট হতে মাত্র ২৮ বল লাগে। তাসমানিয়ার হয়ে ৬ ওভারে ১৭ রান খরচে ৬ উইকেট শিকার করেছেন বেয়াউ ওয়েবস্টার। এছাড়া ১২ রানে ৩ উইকেট নেন বিলি স্টানলেক। বাকি একটি উইকেট যায় টম রজার্সের খাতায়।

প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন ছিলেন অপরাজিত ছিলেন শূন্য রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়