শিরোনাম
◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব ◈ ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধকারে ব্যাটাররা, তাইজুলের ৫ উইকেটে লড়াইয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আলোর স্বল্পতা বাঁধা হয়ে দাঁড়ালো ৯০ ওভারে খেলা শেষ করতে। ৮৪ ওভারে বেল ফেলতে হলো আম্পায়ারকে। এদিন পুরো দিনই স্বাগতিক বাংলাদেশের ব্যাটাররা ছিলেন অন্ধকারে। দক্ষিণ আফ্রিকার বোলারদের বল যেনো চোখে দেখছিলো না। দৃশ্যমান ব্যর্থতায় টেস্টের প্রথম দিনে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ রানে অলআউট টাইগাররা।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম দিনেই পতন হয়েছে ১৬ উইকেটের। ব্যাটারদের ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হলেও বাংলাদেশ লড়াইয়ে আছে তাইজুল ইসলামের কল্যাণে। ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলার ইতি টানেন আম্পায়ররা। ৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন কাইল ভেরেইনা (১৮) ও উইয়ান মুল্ডার (১৭)।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ কাগিসো রাবাদা ও মুল্ডারের পেস তোপের পর কেশব মহরাজের ঘূর্ণিতে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১০৬ রানেই গুটিয়ে যায়।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন এইডেন মারক্রাম। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়কের মিডল-স্টাম্প ভাঙেন ম্যাচে বাংলাদেশের একমাত্র পেসার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জি ও ট্রিস্ট্যান স্টাবসের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় সফরকারীরা। ব্যক্তিগত ৮ রানে শর্ট লেগে স্টাবসের ক্যাচ ছেড়ে এই জুটি বড় হতে সহায়তা করেন মাহমুদুল হাসান জয়।

তবে ৪১ রানের এই জুটি ভেঙে টাইগারদের স্বস্তি দেন তাইজুল। এরপর বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। একে একে তুলে নেন সফরকারীদের পাঁচ ব্যাটারকে। এর মাঝে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়