ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে ধরা পড়লো শক্তিশালী টর্নেডোর এক বিরল ছবি। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার জেঠাগ্রামে স্থানীয়রা মুঠোফোনে সেই চিত্র ক্যামেরা বন্দি করেন।
এর আগে ২০১৩ সালের ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইরে ভয়াবহ টর্নেডোর আঘাতে ৩১ জনের মৃত্যু হয়েছিল।
এ দিকে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে টর্নেডোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে।
এ ঘটনা ঘটলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায়। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।