কাজী রাশেদ, চান্দিনা ( কুমিল্লা) : কুমিল্লার চান্দিনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের শ্বশুর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৯ টার দিকে চান্দিনার গল্লাই ইউনিয়নের মিরাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলাউদ্দিন ও তার ভাই নাসির জানান,প্রতিবেশী কামাল হোসেন নামে এক ব্যক্তির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার সূত্র ধরে বাড়ির সাথে একটি দোকান ঘরে আলাউদ্দিনকে মারধর করে কামাল ও তার সঙ্গীরা। এ ঘটনার মীমাংসা করার জন্য রেলমন্ত্রী শ্বশুরবাড়ি আলাউদ্দিনের ঘরে বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে তারা অতর্কিত হামলা চালিয়ে তিন চারটি ঘরের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে । এ সময় ঘরে থাকা দশ ভরি স্বর্ণ ও সাড়ে সাত লাখ টাকা নিয়ে যায় বলে জানায় তারা।
এদিকে স্থানীয় এলডিপি নেতা বোরহানউদ্দিন জানান, বৈঠকে কামালকে মারধর এবং বিগত দিনে সড়কের উপর দুই পাশে দুটি গেট দিয়ে আটকে সাধারণ মানুষকে নির্যাতন করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। তবে আলাউদ্দিন ও তার ভাই নাসির এ ঘটনা অস্বীকার করেন। তারা জানান, যেহেতু আমাদের জমার জায়গা দিয়ে রাস্তা করেছি আমাদের নিরাপত্তার জন্য এই গেট দিয়েছি।তবে কোনদিন গেটগুলো বন্ধ করা হয়নি।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান আমরা খবর পেয়ে যৌথ বাহিনী নিয়ে ঘটনাহলে গিয়ে হামলাকারী চার জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তবে ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।