শিরোনাম
◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে  ◈ বিএনপি চেয়ারপারসন এখনও আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান  জানালেন  ডা. জাহিদ  ◈ এলডিসি থেকে উত্তরণে এগিয়ে বাংলাদেশ, মানবসম্পদে পিছিয়ে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে ফেরানোর দাবিতে বিক্ষোভ করতে এসে মার খেলেন তার ভক্তরা (ভিডিও)

মিরপুরে সাকিব আল হাসানকে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেওয়া না দেওয়া নিয়ে নাটক আজ চূড়ান্ত রূপ পেয়েছে। সাবেক অধিনায়ককে যেন দেশে ফিরতে দেওয়া হয়, সে দাবি জানাতে আজ মিরপুরে এসেছিলেন তাঁর বেশ কিছু সমর্থক। কিন্তু দাবি জানাতে এসে মার খেয়েছেন তারা।

গত বৃহস্পতিবার সাকিবের দেশে ফেরার কথা ছিল কিন্তু আগের দিন তাঁর কুশপুত্তলিকা পোড়ানোয় দেশ থেকে তাঁকে ফিরতে মানা করা হয়। এর মধ্যে কিছু বিক্ষুব্ধ সমর্থক বিসিবির কার্যালয়ে নিজেদের দাবি জানিয়ে এসেছেন, বলেছেন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে হবে।

সাকিব বাদ দিয়েই নতুন করে মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয়। কিন্তু তাঁর কিছু সমর্থক আবার নতুন করে মিরপুরে হাজির হয়ে সাকিবের পক্ষে নিজেদের অবস্থান জানান।

আজও ১৫-২০ জনের মতো সাকিব ভক্ত হাজির হয়েছিলেন মিরপুরে। স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে দাঁড়িয়ে তারা বর্তমান বোর্ড প্রধান ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেন। তারা জানান কানপুরে নন সাকিবের শেষ টেস্ট মিরপুরেই হবে।

একটু পর তারা রাস্তার অন্য প্রান্ত দিয়ে দুই নাম্বার গেটের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন অবস্থায় লাঠি ও বাঁশ নিয়ে হামলা করে আরেকটি গ্রুপ। বিশেষ করে সাকিবের জার্সি পরিহিত কয়েক সমর্থককে অনেক মারধর করা হয়। এ সময় হামলাকারীদের সাকিব বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এলে ছত্রভঙ্গ পড়েন সবাই।  উৎস:  ইনডিপেনডেন্ট ও এখন

  • সর্বশেষ
  • জনপ্রিয়