শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের ড্রাফটের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলা টাইগার্স। তারকা অলরাউন্ডারের পর এবার বাংলাদেশের তাওহীদ হৃদয়কেও দলে টেনেছে তারা। ড্রাফটের ১৮তম শেষ রাউন্ডে বিকল্প ক্যাটাগরি থেকে হৃদয়কে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স।

বাংলাদেশের বাইরে এটি তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর আগে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আছে তরুণ এই ব্যাটারের। হৃদয়ের পাশাপাশি ড্রাফট থেকে মোহাম্মদ হাসনাইন মীর হামজা, ডেডিভ পাইন, ইমরান খানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

ড্রাফটের আগে অবশ্য স্কোয়াডে তারার মেলা বসিয়েছে তারা। সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণার পর প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো বিশ্ব মাতিয়ে বেড়ানো তারকা লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে বাংলা টাইগার্সের জার্সিতে। 

‘এ’ ক্যাটাগরি থেকে তিন দেশের তিনজনকে দলে টেনেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। গ্লোবাল সুপার স্টার হিসেবে তাদের হয়ে খেলবেন ভারতের দীনেশ কার্তিক। 

হৃদয়ের পাশাপাশি টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে দেখা যাবে অলরাউন্ডার জিয়াউর রহমান ও পেসার শহিদুল ইসলামকে। তাদের দুজনকেই ড্রাফট থেকে দলে নিয়েছে নর্দান। শহিদুলের জন্য প্রথম হলেও এর আগে আবু ধাবি টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আছে জিয়াউরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়