শিরোনাম
◈ পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? যা জানাগেল ◈ সাইবার অপরাধ বাড়ছে, শীর্ষে সোশ্যাল মিডিয়া ◈ মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ! ◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের ড্রাফটের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলা টাইগার্স। তারকা অলরাউন্ডারের পর এবার বাংলাদেশের তাওহীদ হৃদয়কেও দলে টেনেছে তারা। ড্রাফটের ১৮তম শেষ রাউন্ডে বিকল্প ক্যাটাগরি থেকে হৃদয়কে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স।

বাংলাদেশের বাইরে এটি তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর আগে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আছে তরুণ এই ব্যাটারের। হৃদয়ের পাশাপাশি ড্রাফট থেকে মোহাম্মদ হাসনাইন মীর হামজা, ডেডিভ পাইন, ইমরান খানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

ড্রাফটের আগে অবশ্য স্কোয়াডে তারার মেলা বসিয়েছে তারা। সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণার পর প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো বিশ্ব মাতিয়ে বেড়ানো তারকা লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে বাংলা টাইগার্সের জার্সিতে। 

‘এ’ ক্যাটাগরি থেকে তিন দেশের তিনজনকে দলে টেনেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। গ্লোবাল সুপার স্টার হিসেবে তাদের হয়ে খেলবেন ভারতের দীনেশ কার্তিক। 

হৃদয়ের পাশাপাশি টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে দেখা যাবে অলরাউন্ডার জিয়াউর রহমান ও পেসার শহিদুল ইসলামকে। তাদের দুজনকেই ড্রাফট থেকে দলে নিয়েছে নর্দান। শহিদুলের জন্য প্রথম হলেও এর আগে আবু ধাবি টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আছে জিয়াউরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়