শিরোনাম
◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটে পাকিস্তানের দুরাবস্থা দেখে কষ্ট পাচ্ছেন ভারতীয় তারকা অশ্বিন

স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিল দলটির। কয়েকদিন আগে দেশটির সাদা বলের দলের অধিনায়কত্ব থেকে আবারও সরে দাঁড়িয়েছেন বাবার আজম। সব মিলিয়ে প্রতিবেশি দেশটির এই অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

গত আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে তেমন পাত্তা পায়নি পাকিস্তান। দুই টেস্টেই ভালো শুরু পেলেও টাইগার ব্যাটার ও বোলারদের নৈপুণ্যে ম্যাচ হারে তারা। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্টে হারের পাশাপাশি সিরিজও হারে দেশটি। - অলআউট স্পোর্টস

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেটের এই অবস্থাকে ‘মিউজিক্যাল চেয়ার’ আখ্যা দেন অশ্বিন। ৩৮ বছর বয়সী এই অফ-স্পিনারের মতে, ঘন ঘন অধিনায়ক পরিবর্তনের প্রভাব পুরো দলের ওপর পড়ছে।

সত্যি বলতে পাকিস্তান ক্রিকেট এখন যে অবস্থায় আছে, সেটা দেখে আমার কিছুটা কষ্ট লাগে। কারণ পাকিস্তান ক্রিকেটে একসময় ভয়ংকর সব ক্রিকেটার ছিল। ভয়ংকর সঠিক শব্দ কি না, আমি জানি না। আমি বলতে চাচ্ছি দলটিতে অসাধারণ সব ক্রিকেটার ছিল। এত ভালো দল ছিল তাদের।

পাকিস্তানের ক্রিকেটে একধরনের মিউজিক্যাল চেয়ার খেলা চলছে। ২০২৩ বিশ্বকাপে ওরা হেরে যাওয়ার পর বাবর অধিনায়কত্ব ছেড়ে দেয়। এরপর (শাহিন) আফ্রিদিকে নেতৃত্ব দেওয়া হলো। আবার বাবরকে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরিয়ে শান মাসুদকে টেস্টের নেতৃত্ব দিল।

ঘরের মাঠে পাকিস্তান সবশেষ টেস্টে জয় পেয়েছে ২০২১ সালে। দলের ভেতরের অবস্থা ভালো না হওয়ায় খেলোয়াড়রা ব্যক্তিগত মাইলফলকের দিকে বেশি নজর দিচ্ছে বলে মনে করেন অশ্বিন।

এখন অবস্থা এমন যে দেশের মাটিতেই অনেক দিন ধরে তারা টেস্ট ম্যাচ জেতেনি। আমি শুনেছি তারা ১ হাজার দিন ধরে টেস্ট ম্যাচ জেতেনি। প্রায় তিন বছর হয়ে গেছে। এখন দলের মধ্যে যদি এত অস্থিরতা থাকে, তখন একজন খেলোয়াড় কী করবে? সে দলের চেয়ে তো নিজের কথাই বেশি ভাববে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়