শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। তারা ১৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে স্কটল্যান্ড আটকে যায় মাত্র ১০৩ রানে। এই ম্যাচে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেছেন জেনিফার ব্রাইস। দলটির আর কোনো উইকেটারই বলার মতো কিছু করতে পারেননি।

১১ রান করে করেছেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস ও অ্যালিসা লিস্টার। আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের হয়ে একাই ২টি উইকেট নিয়েছেন রিতু মনি। আর একটি করে উইকেট গেছে মারুফা আক্তার, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রাবেয়া খানের ঝুলিতে।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নামা দলকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার সাথী রানী ও মুর্শিদা খাতুন। তারা যোগ করতে পারেন মোটে ২৬ রান।

একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুর্শিদা ১৪ বলে ১২ রান করে আউট হন পঞ্চম ওভারে। এরপর উইকেট আগলে খেলার চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটার সাথী ও সোবহানা মোস্তারি। এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ৪২ রান।

বাংলাদেশের ইনিংসে এটাই সবচেয়ে বড় জুটি। ১২ তম ওভারে দ্বিতীয় উইকেটের পতন হয় সাথীর আউটে, ৩২ বলের ইনিংসে ৩ চারে করে যান ২৯ রান। পরের ওভারে তাজ নেহারের উইকেট হারায় বাংলাদেশ। বেশ কয়েকটি বল ডট খেলে সোবহানা নিজে চাপে পড়ছিলেন।

এরপর তার ডাকে সাড়া দিতে রানের জন্য দৌড়ে রান আউট হয়েছেন তাজ। এরপর সোবহানার সঙ্গে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১৫ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলে নেয়ার পর এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিং হন সোবহানা।

৩৮ বলের ইনিংসে ২টি চারে তার ব্যাট থেকে আসে ৩৬ রান। এরপর আর ইনিংস টানতে পারেননি কেউই। শততম টি-টোয়েন্টি খেলা নিগার ১৮ বলে ১৮ করে আউট হন। শেষ ২ ওভারে ১৬ রান নিলে বাংলাদেশের সংগ্রহ ১১৯ রান পর্যন্ত পৌঁছে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়