শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রাজীব ইসরায়েলের প্রতিযোগীর বিরুদ্ধে  খেলবেন না

স্পোর্টস ডেস্ক: হাঙ্গেরিতে চলমান দাবা অলিম্পিয়াডের পুরুষ বিভাগে ইসরায়েলের প্রতিযোগীর বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শনিবার বুদাপেস্টে চলা প্রতিযোগিতার দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। সেখানে রাজীবের প্রতিপক্ষ ছিল গ্র্যান্ডমাস্টার তামির নাবাটির। - অলআউট স্পোর্টস

গত বছর অক্টোবর থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে তারা। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানান রাজীব। একই সঙ্গে বেশ কিছু প্রশ্নও তোলেন তিনি। এ সময় #BoycottIsrael I #StandWithJustice - এই দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে এই গ্র্যান্ডমাস্টার।

২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।

রাজীব ছাড়াও দশম রাউন্ডে ইসরায়েলের অন্য প্রতিযোগীর বিপক্ষে খেলা আছে ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়ার। তবে তারা অংশ নেবেন কি না এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়