শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রাজীব ইসরায়েলের প্রতিযোগীর বিরুদ্ধে  খেলবেন না

স্পোর্টস ডেস্ক: হাঙ্গেরিতে চলমান দাবা অলিম্পিয়াডের পুরুষ বিভাগে ইসরায়েলের প্রতিযোগীর বিপক্ষে ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। শনিবার বুদাপেস্টে চলা প্রতিযোগিতার দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। সেখানে রাজীবের প্রতিপক্ষ ছিল গ্র্যান্ডমাস্টার তামির নাবাটির। - অলআউট স্পোর্টস

গত বছর অক্টোবর থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে তারা। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর আক্রমণে এখন পর্যন্ত প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক পোস্টে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানান রাজীব। একই সঙ্গে বেশ কিছু প্রশ্নও তোলেন তিনি। এ সময় #BoycottIsrael I #StandWithJustice - এই দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে এই গ্র্যান্ডমাস্টার।

২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।

রাজীব ছাড়াও দশম রাউন্ডে ইসরায়েলের অন্য প্রতিযোগীর বিপক্ষে খেলা আছে ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়ার। তবে তারা অংশ নেবেন কি না এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়