স্পোর্টস ডেস্ক: টানা চতুর্থ অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। অলিম্পিকের পুলে প্রথম নারী অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা চারবার সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি।
এর আগে লন্ডন, রিও ও টোকিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন লেডেকি।
২৭ বছর বয়সী লেডেকির এটি নবম অলিম্পিক সোনা। সব মিলিয়ে তার গলায় ঝুলেছে ১৪টি অলিম্পিক পদক।
অস্ট্রেলিয়ান তারকা অ্যারিয়ান টিটমাস চ্যালেঞ্জ জানালেও তা যথেষ্ট ছিল না লেডেকির মাপের একজন অ্যাথলেটের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের পেইজ মেডেন জেতেন ব্রোঞ্জ।
আপনার মতামত লিখুন :