শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিসে এন্ডি মারে অধ্যায়ের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক: আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন। জানিয়েছিলেন, প্যারিস অলিম্পিকের ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। তবে বিদায়টা রঙ্গিন হলো না স্যার অ্যান্ড্রি ব্যারন মারের। হেরেই বিদায় নিতে হলো এন্ডি মারে নামে এই কিংবদন্তি টেনিস তারকাকে।

বৃহস্পতিবার পুরুষদের দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজ ও টমি পল জুটির কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যায় গ্রেট ব্রিটেনের মারে ও ড্যান ইভানস জুটি।

চোটের কারণে আগেই ব্যক্তিগত ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন মারে। তিনি বলেন, ‘নিজের ক্যারিয়ার, অর্জন ও এই খেলায় যতটুকু অবদান রাখতে পেরেছি, তা নিয়ে আমি গর্বিত। অবশ্যই এটা আবেগের। কারণ, এটাই (আমার) শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে এখন আমি সত্যিই খুশি। যেভাবে শেষ হলো, তাতে আমি খুশি। এটা ভালো লাগছে যে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী শেষ করতে পেরেছি। কারণ, (চোটের কারণে) গত কয়েক বছরে এর কোনো নিশ্চয়তা ছিল না।’

২০০৫ সালে ৪০৭ নম্বর খেলোয়াড় হিসেবে পেশাদার টেনিস খেলা শুরু করেন কিশোর মারে। এরপর দুর্দান্ত পারফর্ম করে ২০১৬ সালে চলে আসেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। বর্ণাঢ্য ক্যারিয়ারে জেতে নিয়েছেন তিনটি গ্র্যান্ড স্লাম।

২০১৩ ও ২০১৬ সালে উইমলম্বডন গ্র্যান্ডস্লাম জেতেন মারে। ২০১২ সালে জেতেন ইউএস ওপেন। এছাড়া সোনালি ক্যারিয়ারে ১১টি বড় প্রতিযোগিতামূলক আসরের ফাইনাল খেলেন এই ব্রিটিশ টেনিস কিংবদন্তি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়