শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগা

অধিনায়ক ছাড়া কেউ রেফারির সঙ্গে কথা বলবে না

স্পোর্টস ডেস্ক: রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে তাকে ঘিরে ধরে তর্কের তুফান ছোটানো ফুটবল মাঠে খুবই স্বাভাবিক দৃশ্য। ফাউলের বাঁশি হোক বা কার্ড প্রদর্শন, রেফারি সিদ্ধান্ত দিতেই চারপাশ থেকে খেলোয়াড় এসে তাঁকে ঘিরে ধরে। কখনো কখনো দলের সব খেলোয়াড়ই রেফারির দিকে ছুটে যান, রেফারিকে দেন মানসিক চাপ। এ ধরনের পরিস্থিতি নিয়ে রেফারিরা অসন্তোষ জানিয়ে আসছেন অনেক আগে থেকেই।

এবার স্প্যানিশ রেফারিদের সভায় সিদ্ধান্ত হয়েছে, লা লিগায় খেলার মধ্যে রেফারিকে ঘিরে ধরার সুযোগ দেওয়া হবে না। রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলতে পারবেন শুধু অধিনায়ক। কেউ নিয়ম না মানলে হলুদ কার্ড দেখানো হবে।

লা লিগার সিদ্ধান্তটি অবশ্য নতুন কিছু নয়। জুন–জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেই এই নিয়মের বাস্তবায়ন করেছে উয়েফা। গত সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, প্যারিস অলিম্পিকে রেফারিরা নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা শুধু অধিনায়ককেই দেবেন। তারই ধারাবাহিকতায় এবার একই নিয়ম চালু হতে যাচ্ছে ১৫ আগস্ট শুরু হতে যাওয়া লা লিগায়।

মার্কার খবরে বলা হয়, লা লিগায় রেফারির সিদ্ধান্তে নাখোশ হওয়া দলের পক্ষ থেকে শুধু অধিনায়কই রেফারিকে জিজ্ঞেস করতে পারবেন। কোনো দলের নেতৃত্বে যদি গোলরক্ষক থাকেন তাহলে তিনি রেফারির সঙ্গে কথা বলার জন্য একজনকে মনোনীত করবেন। নিয়ম লঙ্ঘন করে অন্য খেলোয়াড়েরা এসে রেফারিকে চাপে ফেলার চেষ্টা করলে হলুদ কার্ড দেখানোর সুযোগ থাকবে।

ইউরোতে এই নিয়ম চালুর আগে উয়েফার রেফারিং–বিষয়ক ব্যবস্থাপনা পরিচালক রবার্তো রোসেত্তি বলেছিলেন, ‘প্রতিটি ম্যাচে একজন রেফারিকে ২০০ থেকে ২৫০টি সিদ্ধান্ত নিতে হবে, মানে প্রতি ২২ সেকেন্ডে একটা। এর মধ্যে বিতর্কিত পরিস্থিতি থাকে, চাপের পরিস্থিতি থাকে। বিষয়গুলো বিশ্লেষক আর দর্শকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে থাকেন। এখন রেফারি তাঁর একটা সিদ্ধান্ত ২২ জনকে ব্যাখ্যা করা অসম্ভব। এতে যোগাযোগের সমস্যা হয়। দেখতেও বিশ্রী লাগে। আমরা চাই, রেফারির সঙ্গে যোগাযোগ শুধু অধিনায়কই করবেন। তিনিই নিশ্চিত করবেন যাতে অন্যরা এসে ভিড় না করে।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়