শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আহমেদ ফয়সাল: [২] চলমান নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এরপর টুর্নামেন্টের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল।

[৩] শুক্রবার প্রথম সেমিফাইনালের ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু হবে রণগীরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। দিনের আরেক সেমিফাইনাল ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়োজক শ্রীলঙ্কা।

[৪] এশিয়া কাপের হিসাব মতে, এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে বি’ গ্রুপের রানার্স আপদের সঙ্গে। তিন ম্যাচের তিনটিতে জয় পেয়ে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় নারী দল। আর বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে দুই জয়ে রানার্স আপ হয়েছে টাইগ্রেসরা। অন্যদিকে বি’ গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কা ফাইনালে উঠার লড়াই করবে এ’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিরুদ্ধে। 

[৫] এশিয়া কাপের ৯ আসরের মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল। সে বিবেচনায় বাংলাদেশ সেমিতে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে তা নিশ্চিত।

[৬] ডাম্বুলার দুই সেমিফাইনালে বিজয়ী দল পরবর্তীতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় একই মাঠে হবে ফাইনাল। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়