শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেকেই স্কটিশ বোলারের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক: স্কটল্যান্ডের চার্লি কাসেল ওয়ানডে অভিষেকে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। গত সোমবার বিশ্বকাপ লিগ টুয়ে ওমানের বিপক্ষে বল হাতে দারুণভাবে নিজের অভিষেক রাঙান ডানহাতি এই পেসার।

অভিষেকে সেরা বোলিং ফিগারের আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। ২০১৫ সালে মিরপুরে স্রেফ ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। এছাড়া অভিষেকে ৬ উইকেট নেওয়ার কীর্তি আছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ফিদেল এডওয়ার্ডসেরও। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি।

কাসেল ছাড়িয়ে যান তাদের দুজনকেই। ওমানের বিপক্ষে ৭ উইকেট নিতে ৫.৪ ওভারে স্রেফ ২১ রান খরচ করেন তিনি। স্কটিশ ইতিহাসে এটাই কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ডানেডিনে নিজের প্রথম দুই বলেই উইকেটের দেখা পান এই পেসার। প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিশান মাকসুদকে। পরের বলে উড়িয়ে দেন অয়ন খানের স্টাম্প। এরপর একে একে তার শিকারে পরিণত হন খালিদ কাইল, শোয়েব খান, প্রতীক অথর্ব, মেহরান খান ও বিলাল খান।  

২ উইকেটে ৪৯ রানে থাকা ওমান কাসেলের তোপে পড়ে গুটিয়ে যায় ৯১ রানেই। সেই রান ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় স্কটল্যান্ড। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়