শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম পেসার হিসেবে টেস্টে ৪০ হাজার ডেলিভারি করেছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক: লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এই ম্যাচে একটি রেকর্ডও গড়েছেন তিনি। প্রথম পেসার হিসেবে ৪০ হাজার ডেলিভারির মাইলফলক ছুঁয়েছেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।

টেস্টে সব মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো চতুর্থ বোলার অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারের চেয়ে টেস্টে বেশি বল করা বাকি তিনজনই স্পিনার। পেসার হওয়ায় অ্যান্ডারসনেরই সবচেয়ে বেশি টেস্ট খেলতে হয়েছে।

বৃহস্পতিবার লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের জেসন হোল্ডারকে করা ৩১তম ওভারের পঞ্চম ডেলিভারিটি ছিল সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে ডানহাতি এই পেসারের ৪০ হাজারতম বল। এই মাইলফলকে পৌঁছতে তিনি ম্যাচ খেলেছেন ১৮৮টি। এই তালিকায় তার ধারেকাছেও আর কোনো পেসার নেই।

অ্যান্ডারসনের পরে আছেন তারই সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডানহাতি এই পেসার বল করেছেন ৩৩ হাজার ৬৯৮টি। আর বর্তমানে এখনও টেস্ট ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে এই তালিকার ১৮ নম্বরে আছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসার এখন পর্যন্ত বল করেছেন ২২ হাজার ৬১৪টি।-অলআউট স্পোর্টস

টেস্টে সবচেয়ে বেশি বল করা বোলারদের তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুলারিধরন। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার ১৩৩ ম্যাচে ৪৪ হাজার ৩৯টি বল করেন। শিকার করেন ৮০০ উইকেট। তার পরের অবস্থানে আছেন অনিল কুম্বলে। ভারতের এই স্পিনার ১৩২ ম্যাচে ৪০ হাজার ৮৫০ বলে শিকার করেন ৬১৯ উইকেট। তালিকার তিনে থাকা শেন ওয়ার্ন বল করেছেন ৪০ হাজার ৭০৫টি। ১৪৫ ম্যাচে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনারের শিকার দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়