শিরোনাম
◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় নির্বাচক ওয়াহাব ও রাজ্জাককে সরালো পিসিবি

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সে পাকিস্তান বাদ পড়েছে প্রথম রাউন্ডেই। বাবর আজমের দল হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও। তাই এবার পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পিসিবি। তবে কমিটির বাকি পাঁচ সদস্য ফরম্যাটভেদে দলের অধিনায়ক ও কোচ, মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক ও ডাটা অ্যানালিস্টকে এখনও দায়িত্বে রাখা হয়েছে। বিবৃতিতে নির্বাচক কমিটি পুনর্গঠনের কথাও জানানো হয়।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান ওয়াহাব। গত মার্চে ওয়াহাবসহ ৭ সদস্যের নির্বাচক কমিটির ঘোষণা করে পিসিবি। তবে সাবেক এই বাঁহাতি পেসারকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সে সময়ই নির্বাচক কমিটিতে জায়গা পান দেশটির সাবেক অল-রাউন্ডার রাজ্জাকও। -অলআউট স্পোর্টস

এ নিয়ে গত চার বছরে ছয়টি নির্বাচক কমিটি পরিবর্তন করেছে পিসিবি। অন্যদিকে পিসিবির এমন সিদ্ধান্তের পেছনে খেলোয়াড়, কোচ ও ম্যানেজারের মতামত নেওয়া হয়েছে জানান পিসিবির এক কর্মকর্তা।

গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে আসর শুরু করে পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি বাবর আজমের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়