শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে নতুন একটি অর্জন যুক্ত হতে যাচ্ছে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই টাইগ্রেস ক্রিকেটার।

শনিবার (৬ জুলাই) পোস্টে জেসি লিখেন, আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা) এ নতুন মিশন শুরু হবে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে। সবাই দোয়া করবেন। আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।

আগামী ১৮ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে নারী এশিয়া কাপের আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ২৮ জুলাই। বাংলাদেশ সহ এই আসরে খেলবে মোট ৮ দল।

গত মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ারকে নিয়োগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জেসি ছাড়া বিসিবির নিয়োগ পাওয়া অন্যজন হলেন মিশু চৌধুরি।

কিছুদিন আগে প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশি নারীকে আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে যুক্ত করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। এর মধ্যে সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমাকে আম্পায়ার এবং সুপ্রিয়া রানী দাসকে ম্যাচ রেফারি হিসেবে ওই প্যানেলে যুক্ত করা হয়। -জাগোনিউজ

উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেসি। এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন তিনি। সামনেই ঘরের মাঠে আছে নারী বিশ্বকাপ। জেসি এখন নিজেকে প্রস্তুত করছেন বৈশ্বিক মঞ্চে দায়িত্ব পালনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়