শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৪, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরণবিধি ভঙ্গ করায় তানজিম সাকিবকে জরিমানা

শামীম হাসান: নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে বাদানুবাদের কারণে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবকে ম্যাচ ফির ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। গত ১৬ জুন কিংসটাউনে অনুষ্ঠিত নেপালের বিপক্ষে ম্যাচের সময় পৌডেলের সঙ্গে বাদানুবাদে জড়ানোয় তাকে এই জরিমানা করা হয়েছে।

বাদানুবাদের ঘটনা নেপালের ইনিংসের তৃতীয় ওভার শেষে ঘটে। আইসিসি এক বিবৃতিতে জানায়, তানজিম তার বল করার পর আক্রমণাত্মক ভঙ্গিতে নেপালের ব্যাটার রোহিত পৌডেলের দিকে তেড়ে যান এবং অযাচিত শারীরিক ভঙ্গি করেন।' এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। তিনি দুইজনকে আলাদা করে দেন। আম্পায়াররা এ সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন।

খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম। সেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারো (দর্শক) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন।

আর্থিক জরিমানার পাশাপাশি তানজিমের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে তানজিম এমন ঘটনা প্রথম ঘটালেন। একজন খেলোয়াড় যখন ২৪ মাসের মধ্যে নূন্যতম ৪টি ডিমেরিট পয়েন্ট পান তখন তা সানপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হয়। দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হয়।

তানজিম শাস্তি মেনে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। নেপালের অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছিলেন, আমাদের মধ্যে তেমন কিছু ঘটেনি। সে আমার কাছে এসে এবং আমাকে বল মারতে বলে। আমি তাকে যেতে বলি এবং বল করতে বলি। আর কিছুই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়