শিরোনাম
◈ বাজারে সয়াবিন তেলের সংকট নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই : তারেক রহমান ◈ আসাদের বাসভবনে ঢুকে লুটপাট চালাচ্ছে জনতা ◈ পরীক্ষা হলে অসুস্থ ১৫ ছাত্রী ; ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা ◈ ভারতকে চরম শিক্ষা দিয়ে যুব এশিয়া কাপ ধরে রাখলো বাংলাদেশ ◈ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্তে ফেসবুকের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ◈ কমেছে পেঁয়াজের দাম, একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ ◈ খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, বিজিএমইএর সভায় ব্যবসায়ীদের ক্ষোভ ◈ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো হচ্ছে, মিথ্যা প্রচার বন্ধের দাবি ◈ দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জোরালো হচ্ছে

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১০:০১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ পাকিস্তানের বিদায়?

শামীম হাসান: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের মিশন শেষ বলা যায়। প্রথম দুই ম্যাচে হেরে তারা খাদের কিনারায়। তাদের সামনে সুপার এইটে খেলার সম্ভাবনা এখন খুবই কম। এমন পরিস্থিতিতে তারা আজ মুখোমুখি হচ্ছে কানাডার। রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এ লড়াই।

টানা দুই ম্যাচ হেরে কঠিন পরিস্থিতির মুখে পাকিস্তান। 'এ' গ্রুপে এরই মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। সেখানে পয়েন্ট টেবিলে পাকিস্তানের সংগ্রহ শূন্য। এ অবস্থায় টুর্নামেন্টে পাকিস্তানের টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আজকের ম্যাচের জয় তাদেরকে আরো কিছুদিন আশাবাদী করে রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের কাছে হার পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। সে অবস্থা থেকে নিজেদের বের করে আনার দারুণ সুযোগ পেয়েছিল দলটি।চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় তাদেরকে দারুণ অবস্থায় পৌঁছে দিতে পারতো। কিন্তু সে সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি। ভালো অবস্থায় থেকেও তারা ৬ রানে যায়।

এদিকে কানাডা পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে থেকে আজকের ম্যাচে মাঠে নামবে। পাকিস্তানের পয়েন্ট যেখানে শূন্য, সেখানে কানাডার নামের পাশে দুই পয়েন্ট রয়েছে। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে জয় থেকে এই দুই পয়েন্ট পেয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে তারা হেরেছিল। তবে সে ম্যাচেও তাদের ব্যাটাররা উজ্জ্বল ছিল। ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল। আজ যদি তাদের ব্যাটাররা তেমন ব্যাটিং করতে পারে তাহলে তারা যেমন সুপার এইটে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে পারবে, তেমনি পাকিস্তানে বিদায় নিশ্চিত করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়