শিরোনাম
◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:০৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল: শান্ত

শামীম হাসান: সময়টা মোটে ভালো যাচ্ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছিল। নাজমুল হোসেন শান্তরা এই লজ্জাকে দূরে ঠেলে দিতে মোটেও সময় নেয়নি। বিশ্বকাপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হেরেছে। ভাগ্যের ছোঁয়া পায়নি বাংলাদেশ। ভাগ্যের একটু ছোঁয়া পেলে টানা দুই ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু তীব্র প্রতিন্দ্বন্দ্বিতায় ভরপুর ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চমৎকার বোলিং করে নজির গড়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল। ১১৪ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ ১০৯ রানে আটকে যায়। ফলে টাইগারভক্তদের মাঝে আক্ষেপের শেষ নেই।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ম্যাচের উত্তেজনায় সবাই একটু নার্ভাস ছিল। কিন্তু ক্রিজে জাকের আলী থাকায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ পর্যন্ত আমরা জয় পাইনি তবে যা হয়েছে ঠিক আছে। তানজিদ গত কয়েক ম্যাচ ধরে প্রচণ্ড পরিশ্রম করে চলেছে। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল। সে নতুন বলে উইকেট শিকারের কাজটা করছে। 

শান্ত আরো বলেন, এই ম্যাচটা আমদের জেতা উচিত চিল। আমরা জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু তারা ম্যাচের শেষ কয়েক ওভার বেশ ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা ঘটতে পারে।

রিশাদের প্রশংসা করে নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ ভালো করছে। অনুশীলন ও গত দুই ম্যাচে সে ভালো করেছে। আমরা গত ১০-১৫ বছর একজন ভালো লেগ স্পিনারের অভাব বোধ করছিলাম। আশা করছি সে অনেক দূর যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়