শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ২১ মে, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ডিসেম্বরে হবে নতুন টি-টোয়েন্টি লিগ, বাদ পড়ছে বিসিএল ওয়ানডে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের বাইরে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন না। ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল বছরে একবার হলেও সেখানে একটি দলের খেলোয়াড় ১০ থেকে ১২টি ম্যাচ খেলতে পারেন। এ নিয়ে অবশ্য ক্রিকেটারদের আক্ষেপও রয়েছে। অবশেষে সেই আক্ষেপ ঘোচাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৫ ডিসেম্বরে শুরু হবে জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। মঙ্গলবার (২১  মে) বিসিবির টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় জাতীয় ক্রিকেট লিগের আটটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে ঘরোয়া ক্রিকেটের সূচিতে ২০ ওভারের এই টুর্নামেন্টকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টটি বাদ পড়ছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর শুরু হবে জাতীয় লিগের চার দিনের ম্যাচের টুর্নামেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, শেষ হবে ৩০ নভেম্বর। জাতীয় লিগে থাকবে না ২০১৫-১৬ মৌসুমে শুরু হওয়া দ্বিস্তর পদ্ধতি। তবে বরাবরের মতো এবারও জাতীয় লিগের দল সাজাবেন জাতীয় নির্বাচকেরা।

এক সপ্তাহের বিরতি দিয়ে ৫ ডিসেম্বর শুরু হবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। আটটি দল লিগ পর্বে সাতটি করে ম্যাচ খেলবে, শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টুর্নামেন্টটি শেষ হবে ১৭ ডিসেম্বর। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ চলবে। এপ্রিলের শেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল শুরু হবে, শেষ হবে মে মাসে। -প্রথম আলো

সময় না থাকায় এবার বিসিএল ওয়ানডে হচ্ছে না। বিসিবির প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন এ বিষয়ে বলেন, সময় বের করা যাচ্ছে না। এর মধ্যে যদি স্লট খুজে পাই, তাহলে হয়তো আলোচনা করা যাবে। এ ছাড়া প্রিমিয়ার লিগে যথেষ্ট ওয়ানডে খেলা হচ্ছে ছেলেদের। এ বছর এ-দলেরও সিরিজ আছে। সেখানেও ওয়ানডে থাকবে।

এফএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়