স্পোর্টস ডেস্ক: আইপিএল ছেড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে ইংলিশ ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চলমান আইপিএলের মাঝপথে ক্রিকেটারদের ফেরা স্বাভাবিক মনে করছেন না ভারতের সাবেক পেস অলরাউন্ডার ইরফান পাঠান।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইপিএল ছেড়ে ইংল্যান্ড জাতীয় দলে যোগ দিয়েছেন অনেক খেলোয়াড়ই। এতেই ক্ষেপেছেন ইরফান। ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কারের পর ইরফান এই নিয়ে মন্তব্য করলেন। সংবাদপ্রকাশ
ইরফান পাঠান বৃহস্পতিবার টুইটারে বিদায়ী খেলোয়াড়দের উদ্দেশে লেখেন, হয় পুরো মৌসুমের জন্য আসতে হবে, নয়তো ভারতে আইপিএল খেলতে আসারই কোনো প্রয়োজন নেই।
ইংলিশ তারকা ব্যাটার ফিল সল্টের মতো খেলোয়াড় ছাড়াই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল ইতোমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। ইংল্যান্ড দলের কেউ কেউ দেশে ফিরছেন। আবার কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন, যেখানে তারা সরাসরি দলেরর সঙ্গে যোগ দেবেন। স্যাম কুরান বুধবার নিশ্চিত করেন, তিনি ও জস বাটলার বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রে চলে যাবেন।
এর আগে সুনীল গাভাস্কার এক বক্তব্যে বলেন, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উচিত আইপিএল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের শাস্তি দেওয়া এবং টাকা কেটে নেওয়া। শুধু খেলোয়াড়দেরই নয়, সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের পাওনার একটা অংশ কেটে নেওয়া উচিত বিসিসিআই’র। যে টাকাটা বোর্ড পায় খেলোয়াড়ের বেতন থেকে।
এলআরবি/এনএইচ
আপনার মতামত লিখুন :