শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৪, ১০:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে সাকিবের সঙ্গে যৌথভাবে এক নম্বর অলরাউন্ডার হাসারাঙ্গা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ১০ মাস পর মাঠে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে জ্বলে না উঠলেও বোলিংয়ে দুর্দান্ত করেছেন তিনি। আইসিসির টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে আছেন সাকিব। তবে এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সাপ্তাহিক র‌্যাঙ্কিং বুধবার (১৫ মে) হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। এ কারণে দুজনেই যৌথভাবে এক নম্বরে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে শিকার করেছেন ৫ উইকেট।

যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচে ব্যাট হাতে ২২ রানের ইনিংস খেলেছেন। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ বাংলাদেশের বিপক্ষে এ বছরের মার্চে খেলেছেন। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট। সূত্র: আজকের পত্রিকা

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন মোহাম্মদ নবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়