স্পোর্টস ডেস্ক: এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো কভেন্ট্রি সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। নাটকীয়তায় ভরপুর ৬ গোলের ম্যাচে খেলা গড়ালো টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
রোববার রাতে ওয়েম্বলিতে ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকে ম্যানইউ। কিন্তু পরবর্তী ২৫ মিনিটেই খেলার মোড় ঘুঁরিয়ে দেয় কভেন্ট্রি। দ্রুত ৩ গোল শোধ করে ম্যাচটিতে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। টাইব্রেকারে রাসমুস হইলুন্দের নেওয়া ইউনাইটেডের পঞ্চম শটটি জালে জড়াতেই নিশ্চিত হয় ইউনাইটেডের ফাইনালের টিকিট। -চ্যানেল২৪
যদিও কাসেমিরোর শট ফিরিয়ে দিয়েও টাইব্রেকার শুরু করেছিলেন কভেন্ট্রির গোলরক্ষক। এরপর প্রথম দুই শটেই গোল করে এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু তৃতীয় ক্যালাম ওহেয়ারের নেওয়া তৃতীয় দুর্বল শটটি ফিরিয়ে দেন আন্দ্রে ওনানা। কভেন্ট্রি গোল করতে পারেনি চতুর্থ শটেও। বেন শিফ বার উঁচিয়ে মারেন সেই শট। আর ওদিকে দিয়োগো দালোত, ক্রিশ্চিয়ান এরিকসেন, ব্রুনো ফার্নান্দেজের পর হইলুন্দও গোল করে ফাইনালে তুলে দেন ম্যানইউকে।
এফএ/আইএফ
আপনার মতামত লিখুন :