শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে সিটি ক্লাবকে হারিয়ে সুপার সিক্সে গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সিটি ক্লাবের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দওে পৌঁছে যায় গাজী গ্রুপ। এই জয়ে ১১ খেলায় ১৪ পয়েন্ট পেয়ে ৬ নম্বর দল হিসেবে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে তারুণ্য নির্ভর গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এর আগে সুপার সিক্সের খেলা নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শুক্রবার আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের বোলারদেও তোপের মুখে পড়ে সিটি ক্লাবের ব্যাটাররা। ফলে ৫০ ওভার খেলায় ধুঁকতে ধুঁকতে ৪৯.৩ ওভার খেলে ১৮০ রানে গুটিয়ে যায় সিটি ক্লাবের ইনিংস। ফর্মের চূড়ায় থাকা বাঁহাতি পেসার রুয়েল মিয়া ১৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। এছাড়া হাবিব, গাফফার সাকলাইন, মঈন খান দুটি কওে ও মাহফুজুর রাব্বি একটি উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার হাবিবুর রহমান সোহান আর ওপেনার আনিসুল ইসলাম ইমনের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২৪.১ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ। আনিসুল ইসলাম ইমন ৫০ বলে ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬১ রান করে আউট হলেও হাবিবুর রহমান সোহান ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দিয়ে বিজয়ীর বেশে ফেরেন সাজঘরে। ৮১ বলে ৬টি বিশাল ছক্কা ও ১০ বাউন্ডারি দিয়ে ১০১ রানে অপরাজিত থাকেন হাবিবুর রহমান সোহান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়