শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইজডেনের লিডিং ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক: গত বছর আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। তারপর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপও রোহিত শর্মার দলকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে অজিরা। এই দুটি বড় আসরেই নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। যার স্বীকৃতি তিনি বছর জুড়েই পাচ্ছেন।

এবার তাকে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বছরের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে আইসিসি। অজি দল ২০২১ সালের পর ৩০ বছর বয়সী পেসারের অধীনে সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে। সেটার প্রমাণ মেলে ২০১২ সালের পর প্রথম কোনো অস্ট্রেলিয়ান লিডিং ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। শেষবার হয়েছিলেন মাইকেল ক্লার্ক।

১৮৬৪ সালে প্রথম সংস্করণ প্রকাশের পর থেকে বার্ষিকভাবে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক। সোমবার প্রকাশ হয়েছে ১৬১তম সংস্করণ। -বাংলা ট্রিবিউন

প্রকশিত হয়েছে বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের নামও। যে পুরস্কারটি ক্যারিয়ারে একবার দেওয়া হয়। সেই তালিকার তিনজনই হচ্ছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা, মিচেল স্টার্ক ও অ্যাশলে গার্ডেনার। বাকি দুজন হলেন- ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও মার্ক উড।

অ্যাশেজে ৪৯৬ রান করার জন্য এই স্বীকৃতি পেয়েছেন খাজা। স্টার্কও ওই সিরিজে শিকার করেছেন ২৩ উইকেট। মেয়েদের অ্যাশেজে অসাধারণ নৈপুণ্য দেখানো গার্ডনার ১২ উইকেট পাওয়াতেই এই স্বীকৃতির জন্য বিবেচিত হয়েছেন।

টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চালু হওয়া উইজডেন ট্রফি জিতেছেন ট্রাভিস হেড। ভারতের বিরুদ্ধে ফাইনালে ১৬৩ রানের ইনিংসের স্বীকৃতি হিসেবে এই ট্রফি জিতেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়