শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-০ গোলে হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে শীর্ষে ফেরার সুযোগ হারালো আর্সেনাল। একই দিনে শিরোপা প্রত্যাশী দুই দল আর্সেনাল ও লিভারপুলের হারে ২ পয়েন্ট এগিয়ে সিটির পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও লিভারপুল।

মিকেল আর্তেতার দলের শিরোপা স্বপ্নে ধাক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জোরাল করল অ্যাস্টন ভিলা। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিলা।

ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়েও যেতে পারত ভিলা। ওলি ওয়াটকিন্সের শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে। প্রথমার্ধে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল গোলের জন্য নেয় ১৪ শট, এর তিনটি ছিল লক্ষ্যে। এর বিপরীতে ভিলার ছয় শটের কোনোটিই ছিল না লক্ষ্যে।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬৩ তম মিনিটে জেসুসের শট ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। সময় গড়ানোর সঙ্গে যেন এলোমেলো হতে থাকে আর্সেনাল। ৮৪তম মিনিটে পিছিয়ে পড়ে তারা।

লুকাস দিনিয়ের নিচু ক্রসে পা ছোঁয়াতে পারেননি দুই দলের কেউ। দূরের পোস্টে পেয়ে যান অরক্ষিত লিওন বেইলি। ঠাণ্ডা মাথায় পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক। -বিডিনিউজ

পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও বেশি মরিয়া হয়ে যায় আর্সেনাল। অতি আক্রমণাত্মক হতে গিয়েই ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। অনেকটা সময় সঙ্গে লেগে থাকলেও তেমন কিছু করতে পারেননি এমিল স্মিথ-রো। তাকে এড়িয়ে চমৎকার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন ওয়াটকিন্স।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়