শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-০ গোলে হারলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে শীর্ষে ফেরার সুযোগ হারালো আর্সেনাল। একই দিনে শিরোপা প্রত্যাশী দুই দল আর্সেনাল ও লিভারপুলের হারে ২ পয়েন্ট এগিয়ে সিটির পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও লিভারপুল।

মিকেল আর্তেতার দলের শিরোপা স্বপ্নে ধাক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জোরাল করল অ্যাস্টন ভিলা। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভিলা।

ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়েও যেতে পারত ভিলা। ওলি ওয়াটকিন্সের শট ব্যর্থ হয় দূরের পোস্টে লেগে। প্রথমার্ধে ৫৬ শতাংশ সময় বল দখলে রাখা আর্সেনাল গোলের জন্য নেয় ১৪ শট, এর তিনটি ছিল লক্ষ্যে। এর বিপরীতে ভিলার ছয় শটের কোনোটিই ছিল না লক্ষ্যে।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬৩ তম মিনিটে জেসুসের শট ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। সময় গড়ানোর সঙ্গে যেন এলোমেলো হতে থাকে আর্সেনাল। ৮৪তম মিনিটে পিছিয়ে পড়ে তারা।

লুকাস দিনিয়ের নিচু ক্রসে পা ছোঁয়াতে পারেননি দুই দলের কেউ। দূরের পোস্টে পেয়ে যান অরক্ষিত লিওন বেইলি। ঠাণ্ডা মাথায় পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। ঝাঁপিয়েও নাগাল পাননি আর্সেনাল গোলরক্ষক। -বিডিনিউজ

পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও বেশি মরিয়া হয়ে যায় আর্সেনাল। অতি আক্রমণাত্মক হতে গিয়েই ৮৭তম মিনিটে হজম করে আরেকটি গোল। অনেকটা সময় সঙ্গে লেগে থাকলেও তেমন কিছু করতে পারেননি এমিল স্মিথ-রো। তাকে এড়িয়ে চমৎকার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন ওয়াটকিন্স।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়