শিরোনাম

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৪:০৭ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের থেকে বেশি বেতন অধিনায়ক শান্ত’র  

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র পারিশ্রমিক বাড়িয়েছে। তাতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত। এখন বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার টাকা পারিশ্রমিক পান শান্ত।

এবার কাপ্তান হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে ৮ লাখ ৯০ হাজার টাকা পাবেন শান্ত। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা। -চ্যানেল২৪

এ বছর জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা  হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়