শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:০৬ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোডেনের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারালো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামে ম্যানসিটি। এদিন ফিল ফোডেনের দুর্দান্ত হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে অনেকটা এগিয়ে গেলো ম্যানসিটি।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ১১তম মিনিটে রদ্রির গোলে এগিয়ে যায় ম্যানসিটি। মাত্র ৯ মিনিট পরই গোল করে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান জন ডুরান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন। ৬২ মিনিটে রদ্রির অ্যাসিস্টে বাঁপায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। আর ৬৯ মিনিটে বাঁপায়ের আরও একটি জাদুকরী শটে হ্যাটট্রিক পূরণ করেন ইংলিশ তারকা। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এ নিয়ে মোট ২১ গোল করলেন ফোডেন।

পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। আর দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৭। অবশ্য অলরেডরা একটি ম্যাচ কম খেলেছে। আর আর্সেনালের সমান ৩০ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৬৭। গোল ব্যবধানে লিভারপুল এগিয়ে থাকার কারণে টেবিলে এক ধাপ পিছিয়ে সিটি।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়