শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৪, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে ভারতীয় পণ্য না কেনার আহ্বান নুরের

রিয়াদ হাসান: [২] দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৫ দফা দাবিতে শুক্রবার (৮ মার্চ) সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সমাবেশকে কেন্দ্র করে রোববার (৩ মার্চ) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে গণঅধিকার পরিষদের নেতারা। লিফলেট বিতরণের আগে পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে পথসভা করা হয়।

[৩] পথসভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, হুড়হুড় করে নিত্যপণ্যের দাম বাড়ছে। জনগণ বাজারে গিয়ে একটা পণ্য কিনলে আরেকটা পারে না। জনজীবনে দুর্ভোগ, একটা নিরব দুর্ভিক্ষ চলছে। জনগণ দিশেহারা। সরকারের মন্ত্রীরা শুধু কথা বলছে, জিনিসপত্রের দাম কমাতে পারছে না। নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার কোন উদ্যোগ নেই।

[৪] তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে আন্দোলন করে দাম কমাতে বাধ্য করতে আগামী ৮ মার্চ ঢাকা ও পরবর্তীতে জেলা পর্যায়ে সমাবেশ করবো। জনগণের প্রতি আহ্বান, আপনারা জনসম্পৃক্ততা ইস্যুতে রাজপথে নামুন।

[৫] গণঅধিকার পরিষদ সভাপতি বলেন, জনমত উপেক্ষা করে সরকার ৭ জানুয়ারি একতরফা নির্বাচন করেছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি। এই ফাইভ পারসেন্ট সরকারকে ৯৫ ভাগ জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশে-বিদেশে কোথাও এ নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি।

[৬] তিনি আরও বলেন, শুধুমাত্র ভারত তাদের এজেন্ডা বাস্তবায়নে জনগণের বিরুদ্ধে গিয়ে এই সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পথে বড় বাধা। এজন্য দেশের জনগণ ইতোমধ্যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। আগামী ঈদে কেউ ভারতীয় কাপড় কিনবেন না। দেশ বাঁচাতে ভারতীয় পণ্য বর্জন করুন।

[৭] গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। কিন্ত এই সিন্ডিকেটের মূল হোতা সরকার। অবৈধ সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কখনোই কমবেনা। জনগণের মুক্তির জন্য রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আগামী ৮ মার্চের সমাবেশে দেশের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান করছি। 

[৮] পথসভায় সঞ্চালনা করেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়